ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপালী ব্যাংকের এমডি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রভাবশালী নেতা! Logo “আওয়ামী সুবিধাভোগী ৪ কারা কর্মকর্তার কাছে জিম্মি কারা অধিদপ্তর!” Logo পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মাঠে আমিরুল ইসলাম কাগজী Logo এয়ারপোর্ট এলাকার আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন পিয়ারী ইয়াসিন ধরাছোঁয়ার বাইরে! Logo পিরোজপুর-২ আসনে জনগণের জন্য কাজ করতে চান ফকরুল আলম: নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে Logo পাওনা টাকা চাওয়ায় সাংবাদিকের উপর হামলা: নেপথ্যে কসাই পারভেজ ধরাছোঁয়ার বাইরে Logo ৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার Logo বাকেরগঞ্জ উপজেলা যুবদলের নেতার উপর সন্ত্রাসী হামলা Logo গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান Logo “শতকোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য: তাপসের ঘনিষ্ট ডিএসসিসির শাহজাহান আলীর ফাঁদে ঢাকা দক্ষিণ সিটি”

বেতন বৃদ্ধিসহ গ্রাম পুলিশের ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বাজারদরের সঙ্গে সামঞ্জস্য বেতনস্কেলসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মানববন্ধন করেছে। শনিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গ্রাম পুলিশ সদস্যরা বলেন, ৫০ বছরে বাংলাদেশে বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু আমাদের দিকে কেউ ফিরেও তাকায়নি। প্রায় ৪০ বছর এভাবেই আমাদের জীবন চলছে। আমরা মর্যাদা নিয়ে মানুষের মতো বাঁচতে চাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। অথচ গ্রাম পুলিশরা নিম্নআয়ের মানুষেও উন্নীত হতে পারেনি। নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়েনি।

বক্তারা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে দফাদারদের বেতন ৭ হাজার আর মহল্লাদারের বেতন সাড়ে ৬ হাজার। এই বেতন দিয়ে কিভাবে একটি পরিবার দিনাযাপন করতে পারে? কারণ নির্ধারিত বেতন-ভাতার বাইরে আমরা কোনো রেশন, চিকিৎসা ভাতা পাই না।

এসময় তারা গ্রাম পুলিশের মর্যাদা প্রতিষ্ঠার জন্য বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতনের অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো-

১. গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতনস্কেলের অন্তর্ভুক্ত করতে হবে।
২. সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা করতে হবে।
৩. ঝুঁকি ও চিকিৎসা ভাতার ব্যবস্থা করতে হবে।
৪. গ্রাম পুলিশদের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা করতে হবে
৫. গ্রাম পুলিশদের এককালীন অবসর ভাতা দফাদার ৮ লাখ, মহাল্লাদার ৭ লাখ করতে হবে এবং অন্যান্য বাহিনীর ন্যায় একটি কেন্দ্রীয় অধিদফতর প্রতিষ্ঠা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর জহির, শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের নেতা নাইমুল আহসান জুয়েল, রাজেকুজ্জামন রতন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কাসেম, ইস্কান্দার আলী, শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতন বৃদ্ধিসহ গ্রাম পুলিশের ৫ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক;

বাজারদরের সঙ্গে সামঞ্জস্য বেতনস্কেলসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মানববন্ধন করেছে। শনিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গ্রাম পুলিশ সদস্যরা বলেন, ৫০ বছরে বাংলাদেশে বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু আমাদের দিকে কেউ ফিরেও তাকায়নি। প্রায় ৪০ বছর এভাবেই আমাদের জীবন চলছে। আমরা মর্যাদা নিয়ে মানুষের মতো বাঁচতে চাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। অথচ গ্রাম পুলিশরা নিম্নআয়ের মানুষেও উন্নীত হতে পারেনি। নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়েনি।

বক্তারা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে দফাদারদের বেতন ৭ হাজার আর মহল্লাদারের বেতন সাড়ে ৬ হাজার। এই বেতন দিয়ে কিভাবে একটি পরিবার দিনাযাপন করতে পারে? কারণ নির্ধারিত বেতন-ভাতার বাইরে আমরা কোনো রেশন, চিকিৎসা ভাতা পাই না।

এসময় তারা গ্রাম পুলিশের মর্যাদা প্রতিষ্ঠার জন্য বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতনের অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো-

১. গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতনস্কেলের অন্তর্ভুক্ত করতে হবে।
২. সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা করতে হবে।
৩. ঝুঁকি ও চিকিৎসা ভাতার ব্যবস্থা করতে হবে।
৪. গ্রাম পুলিশদের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা করতে হবে
৫. গ্রাম পুলিশদের এককালীন অবসর ভাতা দফাদার ৮ লাখ, মহাল্লাদার ৭ লাখ করতে হবে এবং অন্যান্য বাহিনীর ন্যায় একটি কেন্দ্রীয় অধিদফতর প্রতিষ্ঠা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর জহির, শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের নেতা নাইমুল আহসান জুয়েল, রাজেকুজ্জামন রতন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কাসেম, ইস্কান্দার আলী, শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রমুখ বক্তব্য দেন।