নতুন দপ্তরেও বিতর্কিত দূর্নীতির দায়ে অপসারিত গণপূর্ত অধিপ্তরের প্রধান প্রকৌশলী
- আপডেট সময় : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ২০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: নানা অনিয়ম ও দুর্নীতির বিতর্ক জন্ম দিয়ে গণপূর্ত অধিদপ্তর হতে অপসারিত প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের নতুন ঠিকানা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মোঃ আশরাফুল আলম কার্যদিবসের প্রথম দিনেই নিয়ম ভেঙে নতুন বিতরকের জন্ম দিলেন। একজন ভিআইপি অতিথির সঙ্গে খোশগল্পে দুই ঘন্টারও অধিক সময় নষ্ট করেছেন। ডিজি হিসেবে নিয়োগের পর গত বৃহস্পতিবার প্রথম কর্ম দিবসেই নিজ দফতরে নতুন বিতর্কের সৃষ্টি দিলেন তিনি।
এদিকে আশরাফুল আলম ওই অতিথির সাথে নির্ধারিত সময়ের চেয়ে ৭ গুন বেশি সময় অবস্থান করায় অন্যান্য দর্শনার্থী ও অতিথিদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। এতেই শেষ নয়, ডিজির গ্ঙ্যানহীন কর্মকান্ডে তাঁরই কর্মকর্তারাও বিড়ম্বনার স্বীকার হয়েছেন। কর্মকর্তাদের অনেকেই রুমে প্রবেশের অনুমতি এবং সাক্ষাৎ না পেয়ে জরুরী ফাইল নিয়ে গুটিয়ে আসতেও বাধ্য হয়েছেন। আশরাফুল আলম বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
১৩ ডিসেম্বর মোঃ আশরাফুল আলমকে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে বদলি করা হয়।
উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন কালে আশরাফুল আলমের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে যে কারণে গণপুর্ত থেকে বদলি করা হয় তাকে । তিনি এনিয়ে গণমাধ্যমেও অসংখ্য সংবাদ শিরোনামে বিতর্কিত হয়েছেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগে তার দুদকে স্ত্রী এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।