জাতীয় রাজনীতিতে নতুন মুখ সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন
- আপডেট সময় : ১২:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে, অধিকাংশ নিম্ন আয়ের জনগণ অনাহার, অপুষ্টি আর কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে এমনটাই বলছিলেন একসময়ের সাবেক ছাত্রনেতা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস’র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দেওপুরা এলাকার ভাটখোর গ্রামে জন্মগ্রহণ করেছেন।
তিনি বাংলাদেশ কংগ্রেসে দীর্ঘদিন সক্রিয় ভাবে রাজনীতি করছেন। তার নির্বাচনি আসন চাঁপাইনবাবগঞ্জের ২ (নাচোল ও গোমস্তাপুর)আসন। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় জেলা কমিটির মাধ্যমে জনগণের মাঝে বিনামূল্যে মাক্স, সাবান ও লিফলেট বিতরণ করেছেন।তিনি ঢাকায় বসবাস করার বদৌলতে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ।তিনি আরও বলেন,সরকারের বর্তমান রাজনীতি যতটা জনগণ কেন্দ্রীয় হওয়া দরকার তার থেকেও ব্যক্তি কেন্দ্রীয় ভুমিকা বেশি।বিভিন্ন সময় ত্রান বিতরণ, খাদ্য সহায়তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সুসম বন্টনে ব্যতয় দেখতে পাই।আমরা বাংলাদেশ কংগ্রেস জনগণের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। আশা করি আমাদের দলের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জন্য জাতীয় রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারব।