করোনা : স্পেনে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে
- আপডেট সময় : ০৭:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৭৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ১০০ তে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৮২ জনে।
বিশ্বে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার দেশগুলোর অন্যতম স্পেন। গত সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৪৯ দিন পর সরকার লকডাউন শিথিল করতে শুরু করেছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউন পুরোপুরি প্রত্যাহার করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে গত সপ্তাহে চার স্তরের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। জুনের শেষ নাগাদ দেশ ‘নতুন স্বাভাবিকতায়’ ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেলুনের মতো সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো সোমবার থেকে এবং বার ও রেস্তোরাঁ আগামী সপ্তাহে খুলে দেওয়ার কথা বলেছেন সানচেজ।