হুমায়ুন ফরীদির শেষ চশমা নিলামে
- আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৯০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,
করোনার কারণে লকডাউন চলছে সারা দেশেই। ফলে নিম্ন আয়ের মানুষেরা দুর্দশায় রয়েছে। সেই দরিদ্রদের সহায়তায় সরকারি-বেসরকারি, ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে কাজ চলছে।
মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় একজন ভিক্ষুককেও তার রোজগারের সব টাকা সরকারকে দিয়ে দেওয়ার মতো ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। আবেগতাড়িত করেছে সেই মুক্তি যোদ্ধার পেনশনের টাকা তুলে তা পুরোটাই অসহায়দের মাঝে বিতরণ করা।
এমন হাজারো উদাহরণ তৈরি হয়েছে এই সংকটে। যে পুলিশ নিয়ে কয়েক মাস আগেও মানুষের সমালোচনার সীমা ছিল না। আজকের এই সংকটের সময়ে সবচেয়ে প্রশংসিত হচ্ছে এই পুলিশ বাহিনী। রাতদিন নির্ঘুম জনসেবায় যেন নিজেদের উৎসর্গ করেছেন নিজেদের।
এই সংকটে নিলামে তোলা হচ্ছে দেশসেরা তারকাদের ব্যবহৃত নানা জিনিসও। তারই ধারাবাহিকতায় করোনার কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্রদের সহায়তায় অর্থ সংগ্রহে এবার নিলামে তোলা হচ্ছে দেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমা।
‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজ থেকে পরিচালিত হবে এই নিলাম। শিগগিরই নিলামের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এটির আয়োজকরা।