সংবাদ শিরোনাম :
নতুন করে করোনায় আক্রান্ত ৫৪৯, মৃত্যু ৩

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট |
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, মৃত তিন জনের বয়স ষাটোর্ধ্ব। তারা সবাই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৩৩২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩টি। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও আটজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।