কারওয়ান বাজারে পাইকারি কেনাবেচায় নতুন সময় নির্ধারণ
- আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
রাজধানীর কারওয়ানবাজারে পাইকারি কেনাবেচায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময় সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাইকারি কেনাবেচা করা যাবে।
আজ বৃহস্পতিবার আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও কাওরান বাজারের মালিক সমিতির সদস্যদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসমত খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ এপ্রিল শাকসবজি এবং খাদ্যদ্রব্য রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এবং মাছ ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাছ কেনাবেচার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয়, বাজারে আসা আসা ক্রেতা, বিক্রেতা পণ্য পরিবহণ ও মালামাল ওঠানামার সঙ্গে জড়িত শ্রমিক ও সবার হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করবে বাজারের মালিক সমিতি।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পণ্য বেচা কেনার সময় ক্রেতা ও বিক্রেতা এবং বিক্রেতার সহকারী সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস্ ব্যবহার করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন।