সংবাদ শিরোনাম :
রোজায় ইফতার মাহফিল নয়, তারাবিতে অংশ নিতে পারবে ১২ জন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ৫০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র রমজান মাসে সারা দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশ নিতে পারবেন। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনও ধরনের অনুষ্ঠান করা যাবে না।
আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাতের বিষয়ে যেসব নির্দেশনা জারি করা হয়েছিল তা আগের মতোই কার্যকর থাকবে। এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল শুক্রবার সার্কুলার জারি করবে মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ১২৭ জন। গত একদিনে নতুন করে ৪১৪ জন শনাক্ত হয়েছে। এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।