করোনা মহামারীতে বিএনপি নেত্রী শিরিনের মাতৃস্নেহে সিক্ত বরিশালের নেতাকর্মীরা
- আপডেট সময় : ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
বিভাগীয় প্রতিনিধি, বরিশাল ;
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে মানুষ মানুষকে রক্ষা করতে না পারলেও সহোযোগিতার মাধ্যমে দাড়িয়েছে একজন মানুষ শতক বা সহস্র মানুষের পাশে। এতে নেই রাজনৈতিক কোন দল,মত। পিছিয়ে নেই রাজনৈতিক কোন দল। যদিও সরকারি দলের সাথে দৌড়ে পিছিয়ে অন্যান্য রাজনৈতিক দল। বলছিলাম বরিশালের বিএনপির নেতাদের কথা।
এমন চরম দুর্ভোগের দিনেও বিএনপির হেভিওয়েট কোন নেতাকে একবেলা খাবার নিয়ে কোন দরজায় দেখা যায়নি বরিশালে । তবে হঠাৎ করেই সবার আগে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল বরিশালের বিএনপির সাধারণ কর্মীদের সবার প্রিয় সাবেক এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে। বরিশাল থেকে রাজনৈতিক মুনাফা নিতে অনেক নেতাকেই দেখা যায় দলীয় মনোনয়নপত্র কেনার সময়। তারপর আর তাদের দেখা পাওয়া যায়না। যদিও এটা এখন সয়ে গেছে সাধারণ কর্মীদের।
একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ২০১৮ তে মনোনয়নপত্র তখন কিনলেন যারা তারা এখন অদৃশ্য। ২০১৮ তে মনোনয়নপত্রের তালিকায় বরিশাল-৫ আসনে ১৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্র থেকে। মনোনয়ন ক্রয়কারীদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক সংসদ সদস্য, মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, জাকির হোসেন নান্নু, মহসিন মন্টু, আতাহার ইসলাম চৌধুরী (বাবুল চৌধুরী) ছিলেন অন্যতম।
অথচ বিলকিস জাহান শিরিনকে বাদে এখনও কাওকে দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কোন প্রকার খাদ্য সহায়তার খবর মেলেনি। বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এবায়েদুল হক চান ও সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন ফরহাদ বরিশালে থাকলেও জনতার পাশে খাদ্য সহায়তায় নেই তারা।
কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, এ্যাডভোকেট জয়নুল আবেদিন, ঝালকাঠির শাহজাহান ওমর, আহসান হাবিব কামাল, আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল আলম নান্নু, আবুল কালাম শাহীন, জিয়াউদ্দিন সিকদারসহ বরিশাল তথা দক্ষিণাঞ্চলে বিএনপি’র হেভিওয়েট কোন নেতাদেরই দেখা মেলেনি এ পর্যন্ত।
আর সবার প্রিয় বরিশালের বিএনপির কর্মীদের ‘দাদু’ খ্যাত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার লকডাউনে (অবরুদ্ধ) রাজধানী ঢাকাতে আটকা পড়েছেন।