বৃহস্পতিবার আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১০০ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
দক্ষিণ এশিয়ার অর্থনীতির ওপর করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট বর্জ ব্র্যান্ডের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম খেত্রপাল সিং COVID-19 পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং দেবেন।
এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রধান আরনাউড বার্নার্ট তাদের সংস্থার স্বাস্থ্যসেবা শাখার দিক থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন।
পরে সঞ্চালক অংশগ্রহণকারীদের মতামত দেয়ার আহ্বান জানাবেন। এতে অংশ নেবেন রিজিয়নাল অ্যাকশন গ্রুপ ফর সাউথ এশিয়ার সদস্যরা।
এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে সারসংক্ষেপ ও পরবর্তী পদক্ষেপ তুলে ধরার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে।