সংবাদ শিরোনাম :
ইমরুল কায়েসের বাবা মারা গেছেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা মো. বানি আমীন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।
ইমরুলের মামাতো ভাই সকালের সংবাদকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হবে। আর দাফন সম্পন্ন হবে আগামীকাল।
এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।