সংবাদ শিরোনাম :
সাইকেল আরোহীকে বাঁচাতে সেনা বহনকারী ট্রাক দুর্ঘটনা, সেনা সদস্য নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ৬৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
আজ বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক সাভার থেকে জাজিরা সেনানিবাস যাওয়ার পথে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় বলা হয়, উল্টো পথে আসা একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকে থাকা আরও আহত ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।