নিষেধাজ্ঞা না মেনে ঢাকায় ঢুকছে মানুষ, চলছে গাড়ি

- আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ৮৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;
রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও ঢাকার কাঁচপুরের অংশে নেই পুলিশের তৎপরতা। যে কেউ চাইলেই ঢাকায় প্রবেশ এবং বের হতে পারছেন।
বুধবার (১৫ এপ্রিল) গাবতলী দিয়ে ঢাকায় প্রবেশে কড়াকড়ি থাকলেও আব্দুল্লাহপুর অংশে ঢাকায় প্রবেশে গাড়ির চাপ ছিলো বেশি।
করোনার ভয়াবহ প্রকোপ রুখতে গত ৫ এপ্রিল থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া কেউ ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ সকালে কাঁচপুরে ঢাকায় প্রবেশ ও বের হওয়া রুখতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীরে তেমন তৎপরতা ছিল না। গণমাধ্যমের উপস্থিতি যতক্ষণ ছিলে ততক্ষণ ছিলে কড়াকড়ি। আর ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে পুলিশের চেকপোস্ট থাকলেও ছিল না কোনো তদারকি। নারায়ণগঞ্জের মদনপুরের চিত্রও একই।
তবে পুলিশের পক্ষ থেকে বার বার হচ্ছে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
এদিকে, বিপরীত চিত্র ছিলো রাজধানীর গাবতলী অংশে। আর আব্দুল্লাহপুরে পুলিশের চেকপোস্ট থাকলেও ঢাকায় প্রবেশে ছিলো গাড়ি চাপ।
সবমিলিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া রুখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতা লক্ষ্য করা গেছে। এই সুযোগে অনেকে পায়ে হেঁটে এবং অটোরিকশা করে খুব সহজেই ঢাকা প্রবেশ করছেন।