প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর বরিশাল লকডাউন
- আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১১০ বার পড়া হয়েছে
বরিশাল ব্যুরো || আজ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার চিকিৎসা ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক খবরাখবর জানেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সাথে আজ ভিডিও কনফারেন্সের কয়েক ঘন্টা পরই বরিশাল জেলা লকডাউন করে দিযেছে বরিশাল জেলা প্রশাসন। যদিও বরিশালের সচেতন নাগরিকদের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে থেকেই জোর দাবি করা হচ্ছিল বরিশাল জেলা লকডাউনের। লকডাউনের খবরে জনমনে স্বস্তি ফিরেছে।
আজ সন্ধ্যায় বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি মোকাবেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি বরিশাল এর সভায় সিদ্ধান্ত এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জন বরিশালের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ (২০১৮ সনের ৬১নং আইন) এর ১১ (১)(২)(৩) ধারা মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ অর্থাৎ লকডাউন ঘোষনা করা হয়েছে।
এর আগে আজ বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামীন চৌধুরী ও পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানেন।
এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৮ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম পিপিএম-বার, পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, শের-ই-বালা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।