সিদ্ধিরগঞ্জে করোনায় শ্রমিকলীগ নেতার মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুজিবর রহমান প্রধান (৫৮) নামে এক শ্রমিকলীগ নেতার মৃত্যু হয়েছে।
মুজিবর রহমান প্রধান জালকুড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। করোনায় মৃত্যুর ঘটনাটি সিদ্ধিরগঞ্জে এই প্রথম।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী জানান, বেলা ১২টায় শুনতে পেয়েছি মজিবুর রহমান প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আমাদের কমিটির সহ-সভাপতি ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান।
এর আগে নারায়ণগঞ্জে ছয়জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।