সংবাদ শিরোনাম :
সপরিবারে হোম কোয়ারেন্টাইনে ওয়াসিম আকরাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
প্রাণঘাতি করোনা ভাইরাসের তোপের মুখে পুরো পৃথিবীই প্রায় লকডাউন। একমাত্র ঘরে থাকায় হতে পারে সমাধান। তাই সপরিবারে হোম কোয়ারেন্টাইনে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ইতিমধ্যে অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও তার পরিবারের সদস্যরা। ঘরে থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন তারা।
কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮ হাজার ৮৯২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৬১৪ জন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।