মানব শূন্য হাতিরঝিল
- আপডেট সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক; কোলাহলপূর্ণ রাজধানীতে একটু অবসরে সময় কাটাতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের কোলাহলে মুখরিত থাকতো রাজধানীর হাতিরঝিল। বৈশ্বিক করোনা মহামারী আতঙ্কে অসচেতনতার অংশ হিসেবে সরকারের সচেতনতামূলক ঘোষণায় মানুষ অনেকটাই সচেতন। বিকেল কিংবা মধ্যরাত ভরপুর হাতিরঝিল এখন জন্য কোথাও কেউ নেই।
ইট পাথরের শহরে একটু খোলা আকাশে নিচে সময় কাটানোর একমাত্র স্থান ছিল হাতিরঝিল। দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সরকারের সচেতনতামূলক প্রচারে সাধারণ মানুষ অনেকটাই ঘরমুখী হয়েছেন। ঢাকার কোথাও গণ জামায়াত নেই। গণপরিবহন সীমিত। এমনকি হাতিরঝিল এলাকায় নেই মানুষের কোলাহল। মানব শূন্য এখন হাতিরঝিল। তাই হাতিরঝিল এলাকায় ভ্রাম্যমান চা বিক্রেতা বাবুর উপার্জনেও পড়েছে করোণার প্রভাব। অনেকদূর পর হয়তোবা দু একজন মানুষের দেখা মিলে তবে সবাই মাস্ক ও গ্লাবস পরিহিত সচেতন হিসেবে চলাচল করতে দেখা যায়।