সোমবার থেকে ইউরোপের যাত্রী ঢুকতে দেয়া হবে না: বেবিচক
- আপডেট সময় : ০৭:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ৯১ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
করোনাভাইরাস প্রতিরোধে সোমবার দুপুর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপের কোনো দেশের যাত্রীকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে। জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার ১৫ মার্চ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
গত শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না। এছাড়া সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দেন তিনি।
এদিকে বাংলাদেশে পাঁচজন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে এখন পর্যন্ত ১২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৬ জন। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৮ হাজার ৫৮১ জন। তবে আক্রান্তদের মধ্যে ৭৫ হাজার ৯৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।