মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত :মিলার
- আপডেট সময় : ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘মার্কিন বেসরকারি সংস্থাগুলো এখানে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগকে ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে।’ মার্কিন রাষ্ট্রদূত শনিবার নগরীর একটি হোটেলে তিন দিনব্যাপী মার্কিন ট্রেড শোর শেষ দিনে ‘আমেরিকার ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ভিশন’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন।
মিলার বলেন, ‘২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ৯ বিলিয়ন ডলারের বেশি, যা মাত্র ১০ বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং এটি আরও বেশি বৃদ্ধির সুস্পষ্ট সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক ভিশন বেসরকারি খাতের দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি ও উন্নয়নের সহায়ক হবে।’