ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুদকের মামলার মাথায় নিয়েও বহাল কুমেক হাসপাতালের আবুল Logo সংস্কারের বিপরীতে রহস্যজনক বদলী: এক চিঠিতে ৫২ রদবদল ফায়ার সার্ভিসে! Logo গণপূর্তে ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের দুর্নীতির সিন্ডিকেট সক্রিয়  Logo বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস এন্ড মেশিনারিজ ইমপোর্টার্স এসোসিয়েশন’ সভাপতি খালেদ সাধারণ সম্পাদক মানিক  Logo চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক: টর্চার সেলের সন্ধান Logo সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন এইচ এম আল-আমিন Logo সওজ ও গণপূর্তের ‘মাফিয়া’ আওয়ামী ঘনিষ্ঠ দোসর মুস্তাফিজ ধরাছোঁয়ার বাইরে Logo ২০০ কোটি টাকা নয়ছয় করেও বহাল জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় জিম্মি শহিদুল! Logo আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলায় এনআরবি ব্যাংক’ ২ পরিচালকের অর্থ সহায়তা Logo ফ্যাসিস্ট সরকারের দোসর ফায়ারের উপ-পরিচালক দীনোমনির বিরূদ্ধে দুর্নীতি অভিযোগ




তবলাবাদক থেকে নারী পাচারকারী বাবু পাটোয়ারী স্ত্রী’র টাকা- অলংকার নিয়ে পলাতক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ ১৭২ বার পড়া হয়েছে

জাহিদ হাসান রেহানঃ তবলাবাদক থেকে উঠতি মডেলদের সাপ্লায়ার হয়ে উঠা বাবু পাটোয়ারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নিয়মিত চলতো স্ত্রীকে নির্যাতন। পরে তার নগদ টাকা ও স্বর্ন গয়না চুরি করে এক কথিত মডেল/গায়িকার প্ররোচনায় সন্তান সংসার ছেড়ে পলাতক।

সামান্য তবলাবাদক থেকে বিলাসবহুল জীবনের লালসায় উঠতি মডেলদের সাপ্লায়ার  দালাল হিসেবে নাম লেখায় এই তবলা বাদক বাবু পাটোয়ারী। অভিযোগ রয়েছে নামি-দামি ব্যাবসায়ি নেতাদের ফুর্তির যোগানদাতা বাবু দেশের সীমানা ছাড়িয়ে মধ্য প্রাচ্যেও মেয়েদের কাজ দেওয়ার নামে পাচারের ঘটনায় জড়িত। দেশের সব ফাইভ স্টার হোটেলে বিভিন্ন প্রোগ্রামের আয়োজনের নামে উঠতি মডেলদের সাপ্লায়ার ও অসামজিক কাজের কনট্রাকটর হিসেবে কাজ করে আসছেন কয়েকবছর ধরে। এই সুবাদে টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া শরীর ব্যাবসায়ি মডেলদের সাথে তার রয়েছে গভীর সম্পর্ক একারনে দিনে দিনে সংসার বিরাগী হয়ে পড়েন তিনি প্রতিনিয়ত স্ত্রীকে মারধর করতেন তিনি। বাবু পাটোয়ারীর স্ত্রী রুমানা আক্তার পুতুলের অভিযোগ বাবু পাটোয়ারীর প্রতারণা ও দেশ বিদেশে পতিতা সাপ্লায়ারের নামে বিদেশেও মেয়েদের পাচার সহ মাদক ব্যবসার সাথেও জড়িত হয় বাবুর এসব অবৈধ কাজের প্রতিবাদ করায় দিনদিন পুতুলের উপর শারিরীক মানুষিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়। পরে তানিশা তালুকদার  নামের একজন কথিত গায়িকার প্ররোচনায় পড়ে রাতে বাসায় ফেরাও বন্ধ করে দেয়। পুতুল বলেন খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন ওই তানিশার সাথেই একসাথে বসবাস শুরু করেছেন বাবু এসব জিগ্যেস করায় গত ৯ ফেব্রুয়ারী রাতে বাসার সব কিছু ভাংচুর করে স্ত্রী পুতুলকে মারধর করে বেহুশ করে রাখে বাসায় তার স্বর্ন গয়না প্রায় ২০ ভরি ও বাবার বাড়িতে কাজ চলছে সেই কাজের জন্য আলমারিতে বোনের ১০ লক্ষ টাকা রাখা ছিলো এছাড়াও নিজের জমানো যা টাকা পয়সা ছিলো সবকিছু নিয়ে চলে যায়। জ্ঞান ফিরে পুতুল বাসার সব আসবাবপত্র ভাংচুর এলোমেলো দেখতে পায় পরে আলমারিতে রাখা টাকা পয়সা অলংকার দেখতে না পেয়ে দিশেহারা হয়ে যায় বাবুকে ফোন দিলে সে বলে তার সাথে সে আর সংসার করতে চায় না। পরে আর ফোন রিসিভ করেনননি। বাবুর স্ত্রী রুমানা আক্তার পুতুল এবিষয়ে খিলগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন যাতে উল্লেখ্য সব অভিযোগ করেন।

থানায় অভিযোগ ও ফেসবুকে স্বামীর পালিয়ে যাওয়া নিয়ে পোস্ট দেওয়ায় পুতুলকে উঠিয়েনিয়ে হত্যা করা এমনকি গণধর্ষণের হুমকি দিচ্ছেন বাবু পাটোয়ারী। তানিশা তালুকদার নামের ওই গায়িকাকে বাবু স্ত্রী পুতুলকে সাইস করার জন্য রেডি করেছেন এমনটাও মানুষের নিকট বলে বেড়ান এমনটা জানান স্ত্রী রুমা নাআক্তার পুতুল।

পুতুল বলেন ১২ তারিখ দুপুরে খিলগাঁও থানায় অভিযোগ করলেও থানা পুলিশ দুই দিনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এমনকি অভিযোগ পত্রেও গ্রহন করার কোন সিল অথবা নাম্বার বসায়নি থানা পুলিশ।

এবিষয়ে খিলগাঁও থানায় ওসি মশিউর রহমান বলেন, ওনি অভিযোগ করেছেন এবিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




তবলাবাদক থেকে নারী পাচারকারী বাবু পাটোয়ারী স্ত্রী’র টাকা- অলংকার নিয়ে পলাতক!

আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

জাহিদ হাসান রেহানঃ তবলাবাদক থেকে উঠতি মডেলদের সাপ্লায়ার হয়ে উঠা বাবু পাটোয়ারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নিয়মিত চলতো স্ত্রীকে নির্যাতন। পরে তার নগদ টাকা ও স্বর্ন গয়না চুরি করে এক কথিত মডেল/গায়িকার প্ররোচনায় সন্তান সংসার ছেড়ে পলাতক।

সামান্য তবলাবাদক থেকে বিলাসবহুল জীবনের লালসায় উঠতি মডেলদের সাপ্লায়ার  দালাল হিসেবে নাম লেখায় এই তবলা বাদক বাবু পাটোয়ারী। অভিযোগ রয়েছে নামি-দামি ব্যাবসায়ি নেতাদের ফুর্তির যোগানদাতা বাবু দেশের সীমানা ছাড়িয়ে মধ্য প্রাচ্যেও মেয়েদের কাজ দেওয়ার নামে পাচারের ঘটনায় জড়িত। দেশের সব ফাইভ স্টার হোটেলে বিভিন্ন প্রোগ্রামের আয়োজনের নামে উঠতি মডেলদের সাপ্লায়ার ও অসামজিক কাজের কনট্রাকটর হিসেবে কাজ করে আসছেন কয়েকবছর ধরে। এই সুবাদে টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া শরীর ব্যাবসায়ি মডেলদের সাথে তার রয়েছে গভীর সম্পর্ক একারনে দিনে দিনে সংসার বিরাগী হয়ে পড়েন তিনি প্রতিনিয়ত স্ত্রীকে মারধর করতেন তিনি। বাবু পাটোয়ারীর স্ত্রী রুমানা আক্তার পুতুলের অভিযোগ বাবু পাটোয়ারীর প্রতারণা ও দেশ বিদেশে পতিতা সাপ্লায়ারের নামে বিদেশেও মেয়েদের পাচার সহ মাদক ব্যবসার সাথেও জড়িত হয় বাবুর এসব অবৈধ কাজের প্রতিবাদ করায় দিনদিন পুতুলের উপর শারিরীক মানুষিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়। পরে তানিশা তালুকদার  নামের একজন কথিত গায়িকার প্ররোচনায় পড়ে রাতে বাসায় ফেরাও বন্ধ করে দেয়। পুতুল বলেন খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন ওই তানিশার সাথেই একসাথে বসবাস শুরু করেছেন বাবু এসব জিগ্যেস করায় গত ৯ ফেব্রুয়ারী রাতে বাসার সব কিছু ভাংচুর করে স্ত্রী পুতুলকে মারধর করে বেহুশ করে রাখে বাসায় তার স্বর্ন গয়না প্রায় ২০ ভরি ও বাবার বাড়িতে কাজ চলছে সেই কাজের জন্য আলমারিতে বোনের ১০ লক্ষ টাকা রাখা ছিলো এছাড়াও নিজের জমানো যা টাকা পয়সা ছিলো সবকিছু নিয়ে চলে যায়। জ্ঞান ফিরে পুতুল বাসার সব আসবাবপত্র ভাংচুর এলোমেলো দেখতে পায় পরে আলমারিতে রাখা টাকা পয়সা অলংকার দেখতে না পেয়ে দিশেহারা হয়ে যায় বাবুকে ফোন দিলে সে বলে তার সাথে সে আর সংসার করতে চায় না। পরে আর ফোন রিসিভ করেনননি। বাবুর স্ত্রী রুমানা আক্তার পুতুল এবিষয়ে খিলগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন যাতে উল্লেখ্য সব অভিযোগ করেন।

থানায় অভিযোগ ও ফেসবুকে স্বামীর পালিয়ে যাওয়া নিয়ে পোস্ট দেওয়ায় পুতুলকে উঠিয়েনিয়ে হত্যা করা এমনকি গণধর্ষণের হুমকি দিচ্ছেন বাবু পাটোয়ারী। তানিশা তালুকদার নামের ওই গায়িকাকে বাবু স্ত্রী পুতুলকে সাইস করার জন্য রেডি করেছেন এমনটাও মানুষের নিকট বলে বেড়ান এমনটা জানান স্ত্রী রুমা নাআক্তার পুতুল।

পুতুল বলেন ১২ তারিখ দুপুরে খিলগাঁও থানায় অভিযোগ করলেও থানা পুলিশ দুই দিনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এমনকি অভিযোগ পত্রেও গ্রহন করার কোন সিল অথবা নাম্বার বসায়নি থানা পুলিশ।

এবিষয়ে খিলগাঁও থানায় ওসি মশিউর রহমান বলেন, ওনি অভিযোগ করেছেন এবিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।