গোড়ানে স্বতন্ত্র প্রার্থী উপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডারদের সশস্ত্র হামলা
- আপডেট সময় : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ৯০ বার পড়া হয়েছে
একেএম সীমান্তঃ (মতিঝিল প্রতিনিধি)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ড (শান্তিপুর, গোড়ান) এর স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া ভুট্টোর ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুর রহমান সরকার এর ক্যাডার বাহিনীর হামলার অভিযোগের খবর পাওয়া গেছে। এতে ভুট্টোর ছেলে মিফতাহুল ইসলাম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া নিজে উপস্থিত রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে প্রকাশ শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া ভুট্টোকে শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে ফোন দিয়ে বিদ্যালয় কাজের জন্য আসতে বললে তিনি তার ছেলে মিফতাহুলকে নিয়ে মোটরসাইকেল করে বিদ্যালয়ে এসে পৌঁছান। উল্লেখ্য শান্তিপুর উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি হিসেবে গত ১৫ বছর যাবৎ জহিরুল ইসলাম ভূঁইয়া ভুট্টো দায়িত্ব পালন করে আসছেন। ছেলে মিফতাহুল কে নিয়ে মোটরসাইকেলযোগে ভূট্টো বিদ্যালয়ে এসে পৌঁছলে অজ্ঞাত পরিচয় এক যুবক তাকে বলে “আনিস ভাই আপনাকে ডাকছে”।
একথায় সাড়া দিয়ে ভুট্টো আনিস এর সাথে দেখা করে সালাম বিনিময় করে করমর্দন করার পরপরই আনিসের অন্যতম ক্যাডার খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব এর নেতৃত্বে রাকিবের ক্যাডার মাহবুব ওরফে গিরিংগি মাহবুব ও মাদক ব্যবসায়ী পিচ্চি রুবেল আনুমানিক ২০০ লোক নিয়ে ভুট্টো ও ভুট্টোর ছেলের উপর সশস্ত্র হামলা চালায়। প্রাণ বাঁচাতে ভূট্টো শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে দৌড়ে গিয়ে আশ্রয় নিলেও ভুট্টোর ছেলে মিফতাহুলকে আনিসের ক্যাডাররা আরও লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় সন্ত্রাসীরা “তুই প্রার্থিতা প্রত্যাহার না করলে তোকে জানে মেরে ফেলবো বলে হুমকি দিতে থাকে”।