শুক্রবার বন্ধ থাকবে বাণিজ্য মেলা
- আপডেট সময় : ০৮:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
সকালের সংবাদ রিপোর্ট |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু উপলক্ষে আগামী শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলা আয়োজন কমিটির সদস্য সচিব আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানান।
আব্দুর রউফ বলেন, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে। সে জন্য ওই দিন বাণিজ্য মেলা বন্ধ রাখা হবে। এছাড়া আগামী বুধবার ১০টার পরিবর্তে বেলা ১২টায় মেলা শুরু হবে।
এছাড়া অন্যান্য দিন বাণিজ্য মেলা স্বাভাবিক নিয়মেই চলবে।
এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।