সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটকেরা ফিরেছেন
- আপডেট সময় : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৬৪ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে আটকে ছিলেন কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকেরা। দুর্যোগ আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ উপজেলা প্রশাসনের তদারকিতে ফিরে এসেছেন তারা। নিরাপদে ফিরে আসা পর্যটকদের উপজেলা প্রশাসন শুভেচ্ছা জানিয়েছে।
সোমবার দুপুর ২টায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থানকারী পর্যটকেরা কেয়ারী ক্রুজ এন্ড ডাইং, এমভি ফারহান এবং এলসিটি কুতুবদিয়ায় করে দমদমিয়া জাহাজ ঘাটে প্রায় ১২শ পর্যটক ফিরে আসেন। বিকাল সাড়ে ৪টার দিকে তারা ঘাটে ফিরে আসেন।
এসময় টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনছুর, উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদ হোছাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নূরুল আবছার, সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা জাহাজ ঘাটে উপস্থিত হয়ে পর্যটকদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেন। এসময় উৎফুল্ল পর্যটকেরা উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফিরে আসা পর্যটকদের মধ্যে ঘূর্ণিঝড় আতংকে থাকা রাজিবুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে প্রবালদ্বীপে আটকে ছিলাম। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বৈরী আবহাওয়ার মাঝেও সেন্টমার্টিনে ভালো ছিলাম। আল্লাহর রহমতে পাঁচ দিন পর হলেও নিরাপদে ফিরতে পেরে খুবই আনন্দ লাগছে।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের জাহাজে করে নিরাপদে ফেরত আনা হয়েছে।