সংবাদ শিরোনাম :
সরকার গণস্বাস্থ্যকে হয়রানি করছে: কাদের সিদ্দিকী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ ২১৮ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার হলেও ইচ্ছাকৃতভাবে গণস্বাস্থ্যকে হয়রানি করছে সেটা আমাদের মনে রাখতে হবে। যারা গণস্বাস্থ্যের ইচ্ছাকৃতভাবে জমি দখল করে গাছ কেটে নিচ্ছেন তাদের বিচার করা হবে আজ অথবা কাল।
শনিবার দুপুরে তিনি গণস্বাস্থ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গণস্বাস্থ্য’ ট্রাস্টিকে হয়রানি করা উচিত না।
এ সময় তিনি গণস্বাস্থ্যের সবাইকে যে কোনো আক্রমণ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। এছাড়া তিনি শুক্রবার গণস্বাস্থ্যের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত কলেজছাত্র লিমনকে দেখতে হাসপাতালে যান।