চাঁদাবাজ সন্ত্রাসী চক্রের হাতে সূত্রাপুর ছাত্রলীগ নেতৃত্বের গুঞ্জন!
- আপডেট সময় : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে
সুত্রাপুর প্রতিনিধি; সুত্রাপুর থানা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব মাতবর, সাবেক সভাপতি ৪৪নং ওয়ার্ড সজল কুন্ডু, সাবেক সভাপতি ৪৩নং ওয়ার্ড তৌসিক বিন কামাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলামিন সিকদার ১টি সংগবদ্ধচক্র।
২১ আগষ্ট সকাল ৭ঘটিকায় পটুয়াখালী কনকদিয়া পৌরসভার চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার আপন ভাইকে লালকুঠীর সামনে পেয়ে জীবন নাশের চেষ্টা চালায় সাথে থাকা ৫০০০০টাকা ও ৫০০ডলার ছিনতাই করে পলাত্তক হলে বাদী সুত্রাপুর থানায় ১টি মামলা করা হয়।তাৎক্ষনিক পুলিশ রেজাউল ও তার সংগিদের আটক করে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলামিন সিকদার ফুটপাত দখল নিয়ে সুত্রাপুর থানা ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক রাজীব মাতবর এর সংঘর্ষে রাজীব মাতবর রক্তাক্ত আহত হয়। মাদকাসক্ত তৌসিক বিন কামাল,পূর্বে তার বিবাহ হয়েছিল ২৫মার্চ ২০১৭ তে ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগ কমিটি স্থগিত করা স্বত্বেও তারা ক্ষমতাবলে তাদের অপকর্ম চালিয়ে যায়। সদরঘাট টার্মিনালে ও ফুতপাত দখল অব্যাহত রাখার জন্ন্যে তৌসিক তার দলবল নিয়ে ফুতপাত পাহারা আর চাদাবাজী চালায়, ইতিমধ্যেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাদাবাজি করে তৌসিক বিন কামাল।