এমপি যা পেয়েছে মেঘনাবাসি তা পায়নি

- আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলায় গত কয়েক দিন আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় এমপি সেলিনা ইসলাম(সিআইপি)বলেন, জাতীয় নির্বাচনের পর থেকেই আমি স্পষ্ট ভাবে দেখে আসছি যুবলীগ গায়েব হয়ে গেছে। এখানে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। রাজনৈতিক প্রতিযোগিতা নাই তাই খালি মাঠে গোল দিয়ে লাভ নাই। নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে এবং সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।
বর্তমান কুমিল্লা ১ আসনের নির্বাচিত এমপি সুবিদ আলী ভূইয়া সাহেব মেঘনাবাসীর ভোটে পাশ করেছে, অথচ আমরা মেঘনাবাসী তার কাছ থেকে কিছুই পাইনি। মেঘনা আওয়ামী লীগের অভিভাবকের অভাব রয়েছে তাই এখানে রাজনীতেতে নবজাগরনের সৃষ্টি করতে হবে। আমাদের অভিভাবক খুজে বের করে সঠিকভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ।
কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ২৫ই অক্টোবর ১৯ইং শুক্রবার বিকালে মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নোয়াখালী লক্ষী পুরের সংরক্ষিত মহিলা(৪৯ নম্বর) আসনের এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব নূর মোহাম্মদ রাসেলের সঞ্চালনায়, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবুল কাসেম ইতালির সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন, মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহআলম, চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক মহাসিন সোহাগ, বড়কান্দা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আ. রহিম, চন্দনপুর ইউনিয়নের আহ্বায়ক হাবিবুর রহমান, চালিভাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক নিজাম সরকার, মানিকারচর ইউনিয়নের আহ্বায়ক আমিনুল ইসলাম , বড়কান্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রমুখ।