সরকারের পতন অতি নিকটে : ফখরুল
- আপডেট সময় : ১১:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
জ্যেষ্ঠ প্রতিবেদক
সরকারের পতন অতি নিকটে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বর্তমান ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের দাম্ভিকতা ও ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণ আর হাত গুটিয়ে বসে থাকবে না। বর্তমান সরকারের পতন অতি নিকটে।’
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।’
বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর চরম প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করে সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘বহু ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটিতে বাকশালী শাসন কায়েম করতে তারা এখন উন্মত্ত কায়দা অবলম্বন করে বাস্তবায়নের পথে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। নির্দয় পাশবিকতা ও মানুষের রক্তে হাত রঞ্জিত করার পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও বানোয়াট মামলা দায়েরের ঘৃণ্য নজির স্থাপন করেছে আওয়ামী সরকার।’
ফখরুল বলেন,‘ নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মৃধা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভূঁইয়া সোহাগ এবং গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল ও যুগ্ম সম্পাদক ইমাম হোসেন আলাল রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।