তারকাদের নিয়ে ঝাড়ু হাতে তথ্যমন্ত্রীর ডেঙ্গু দমনে সমালোচনার ঝড়

- আপডেট সময় : ১২:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; চলচ্চিত্র তারকাদের নিয়ে এডিস মশা নিধন অভিযান চালিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তথ্য মন্ত্রী সহ সাথে থাকা তারকাদের হাতে ছিলো ঝাড়ু এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সমালোচনা ও তিরস্কার করে অসংখ্য পোষ্ট লক্ষ করা গেছে৷
কেউ বলছেন ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন স্থানে মশা নিধনের নামে ফটোসেশান করাকে দেশ বাসীর সাথে মশকরা।
আবার অনেকেই লিখেছেন দেশের এই ডেঙ্গু মহামারী পরিস্থিতির সময়ে মশা মারতে নায়িকাদের কে নিয়ে ফটোসেশান৷
সাহানাজ নামের একজন গণমাধ্যমকর্মী লিখেছেন মশা মারতে নায়ক নায়িকা লাগে জানতাম না।
উল্লেখ্য গত শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে তিনি এ সচেতনতামূলক অভিযান চালান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীর, অভিনেত্রী তারিন জাহান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, দিলারা, আন্না, রিয়াজ, শাহ নুর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তাহনা, প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন প্রমুখ।
উক্ত কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রতীকী মশা নিধন অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বিএফডিসির সামনের সড়কে পরিচ্ছন্নতায় তথ্যমন্ত্রী নিজে ঝাড়ু হাতে নেন, পরে মশার ওষুধ ছিটানোর মেশিন হাতে নেন। অন্য শিল্পী-কর্মীরাও ঝাড়ু হাতে কর্মসূচিতে অংশ নেন।