সংবাদ শিরোনাম :
৪৮টি ইন্টারনেট সেবাদানকারী কোম্পানির লাইসেন্স বাতিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ১৭৫ বার পড়া হয়েছে
৪৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন স্বাক্ষরিত পৃথক দু’টি আদেশে একথা জানানো হয়েছে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা বিটিআরসির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়ন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করায় এসব আইএসপির লাইসেন্স বাতিল করা হয়েছে।