সংবাদ শিরোনাম :
সোমবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছে ঐক্যফ্রন্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ১৩৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। আগামী সোমবার তারা সাক্ষাৎ চান বলে রাষ্ট্রপতির দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা চিঠি বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান শনিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলটির একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে বিরোধী জোটের প্রার্থী, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা।
তফসিল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাইবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।