সরাইলে ব্যক্তিগত উদ্যোগে ফর্মালিন মুক্ত আম মেলা
- আপডেট সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে
দীপক দেবনাথ; ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ব্যক্তিগত উদ্যোগে ফর্মালিন মুক্ত আম মেলার আয়োজন করে আয়াত এন্টারপ্রাইজ। আয়াত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজমুল ইসলাম ঠাকুর(রনি) এই ফর্মালিনমুক্ত আম মেলার উদ্যোক্তা। তিনি বলেন বাজারে ফর্মালিন যুক্ত আম মানুষ কিনে খাচ্ছে। তাই তিনি কিভাবে সরাইলে বিষ মুক্ত আম খাওয়ানো যায় এই উদ্যোগ নেয়। এর জন্য তার পিতা আনিস ঠাকুর এবং শশুর অহিদুজ্জামানের অনুপ্রেরণা ছিলো। তিনি রাজশাহীর শাপাহার (নওগা)’র বাগান থেকে সরাসরি আম কিনে এনে বিক্রি করছেন। এবার আম্রপালি ও ফজলি এই দুই জাতের বিক্রি করছেন প্রতি কেজি আম্রপালি ৯০ টাকা, ফজলি ৮০টাকা কেট আম্রপালি (ছোট) ৬০টাকা দরে বিক্রি করছেন।
এবার প্রায় ১০০মন আম এনেছেন বিক্রির জন্য, এর মধ্যে বিকাল ৫টা অব্দি ৫০ মনের মতো বিক্রি হয়েছে। উল্লেখ্য গত ১৯ জুন ফর্মালিন মুক্ত ১১২খাচা আম এনে বিক্রি করছেন , এর থেকে উৎসাহিত হয়ে আবারও তিনি আম মেলার আয়োজন করেন। ক্রেতাদের কাছ থেকেও ভালো সারা পাচ্ছেন। তাকে সার্বিক সহযোগিতা করেন শহিদুল ইসলাম।