কেরানীগঞ্জ থানার এসআই সিদ্দিকের গ্রেফতার বাণিজ্য -[পর্ব ১]

- আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সিদ্দিকের গ্রেফতার বাণিজ্য চলছে নির্ভিঘ্নে! এক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানকে পুজি করে বিভিন্ন থানার কিছু অসৎ পুলিশ সদস্য নিরীহ সাধারণ মানুষকে থানায় নিয়ে নির্যাতন করে মাদক দিয়ে ফাসানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। ঠিক তদ্রুপ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সিদ্দিক একই কায়দায় নিরীহ মানুষকে মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এমনকি এ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা ও অস্র ছিনতাইয়ের মামলার প্রধান আসামী বেলায়েত এর কাছ থেকে টাকা খেয়ে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
তার এসব ঘটনা সম্পর্কে থানার ওসি সম্পূর্ণ জানেন। এসআই সিদ্দিক ও ওসি মোটা অংকের টাকার বিনিময়ে বিচারক আব্দুল হান্নান এর অস্র ছিনতাই ও তার ভাই তানভীর হত্যার মামলার আসামী বেলায়েত হোসেন, পিতা-মৃত-শমসের আলী, গ্রাম-করেরগাঁও,থানা-দক্ষিন কেরানীগঞ্জ (ওয়ারেন্ট) সহ আরো দুই নিরাপদ ব্যক্তিকে গ্রেফতার করে। পরেদিন টাকার বিনিময়ে তাদেরকে সহ বিচারকের ভাইকে হত্যাকারী বেলায়েত হোসেনকে ছেড়ে দেন। বিষয়টি নিয়ে অত্র এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। জানা গেছে, এসআই সিদ্দিকের ডিউটি থাকুক বা না থাকুক প্রতি রাতে সিএনজি ঢাকা-থ-১১-১২৫৬ ড্রাইভার হাসান এর সিএনজি নিয়ে প্রতিরাতেই প্রায় এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে ফিরে নিরীহ লোকজনকে গ্রেফতার করে থানায় নেওয়ার আগেই রাস্তায় দেনদরবার করে টাকা বিনিময়ে ছেড়ে দেন। যাদের সাথে দেনদরবারে না মিলে তাদেরকে থানা হাজত পর্যন্ত নেন, এবং সেখানে ওসি’র মাধ্যমে দেন দরবার হয়।
অভিযোগ রয়েছে, সিএনজি ড্রাইভার হাসানও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। তবে এসআই সিদ্দিক বিষয়গুলো স্বীকার করে বলেন, একটি থানায় দায়িত্ব পালন করতে হলে ওসি স্যারদের অনেক কথা শুনতে হয়। তিন আসামী ছেড়ে দিয়ে কয় টাকা আর পাইছি, এদিক সেদিক করে কোন টাকা আর নিজের পকেটে থাকে না, যা ই হোক ভাই সংবাদ প্রকাশ না করলে খুশি হবো। আমরা তো আপনার ভাই ব্রাদার। এ দিকে বিষয়টি নিয়ে ওসি’র কাছে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। আমাদের অনুসন্ধান অব্যাহত,,,,চলবে।