ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি হলেন কুমিল্লার মেহেদী হাসান
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯ ১১৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মেহেদী হাসান সাব্বির।
কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এরই মাঝে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হলেন মেধাবী এই ছাত্রনেতা।
উল্লেখ্য যে, মোঃ মেহেদী হাসান সাব্বির ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক গনশিক্ষা বিষয়ক উপসম্পাদক ছিলেন।
এ প্রসঙ্গে মেহেদী হাসান সাব্বির বলেন, ‘ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সহ সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন, বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় নেতা মোঃ সাইদুর রহমান হৃদয় ভাইকে।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ছাত্রলীগ পরিবার যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি’।