সংবাদ শিরোনাম :
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. খাইরুল (৩০) নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। নিহত খাইরুল ট্রাফিক পুলিশের এএসআই বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খাইরুলের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক বাসটি কিশোরগঞ্জ-ভৈরব রুটে চলাচল করে। চালকসহ বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।