গুলশানে ‘Bliss Art Lounge’-এ অভিযান: প্রচুর বিদেশি মদসহ ৯ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ — রাজধানীর গুলশান থানাধীন ‘Bliss Art Lounge Ltd.’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে গুলশান থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে রেস্টুরেন্টের ম্যানেজারসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। রেস্টুরেন্টে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির খবর পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. সৈয়দ আসিফ (২৬), পিতা শাহাবুদ্দিন, বরিশালের হিজলা উপজেলার গুত্রবারতী এলাকা থেকে।
২. মো. রাকিব খান (২০), পিতা আজাদ খান, বাকেরগঞ্জ, বরিশাল।
৩. তানভীর আহমেদ (২৮), পিতা আব্দুস সবুর, শ্যামনগর, সাতক্ষীরা।
৪. নয়ন চক্রবর্তী (২৮), পিতামৃত নারায়ণ চক্রবর্তী, মুন্সিগঞ্জ সদর।
৫. মো. বেল্লাল হাওলাদার (৪০), পিতা হাসেম হাওলাদার, গলাচিপা, পটুয়াখালী।
৬. মো. জহিরুল ইসলাম (৩৩), পিতা আহসান খান, কালকিনি, মাদারীপুর।
৭. সাগর নকরেক (২৭), পিতা লিটন ত্রাণ, ধোবাউরা, ময়মনসিংহ।
৮. সাইফুল ইসলাম (৩০), পিতা জাবেদ হোসেন, উত্তরখান, ঢাকা।
৯. মেহেদি হাসান শিকদার (৪০), পিতা সিদ্দিক শিকদার, কালকিনি, মাদারীপুর।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা বিদেশি মদগুলো রেস্টুরেন্টের অভ্যন্তরে গোপন কক্ষে রাখা ছিল। এসব মদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কেউ।
আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা নং ৪৪, তারিখ ২৪/১০/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সরণীর ২৪(গ)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আজই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গুলশান থানা সূত্র জানায়, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ মদ ব্যবসা বা ভাণ্ডার সংক্রান্ত যেকোনো তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।













