মন্ত্রীর আপত্তিকর ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা দাবি

- আপডেট সময় : ০৩:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ১৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
মন্ত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৩৭ লাখ টাকা) দাবি করে একটি প্রতারক দল। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মহারাষ্ট্রের উন্নয়ন বিষয়ক মন্ত্রী মহাদেব জংকরকে তার একটি আপত্তিকর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় প্রতারক দলটি। এর জন্য তারা ৫০ কোটি রুপি দাবি করে। পরে টাকা নিতে আসলে ৫ জনের প্রতারক দলটিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
হুমকির পরপরই মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় পুলিশ। মন্ত্রীর অফিসের কয়েরজন কর্মী নির্দিষ্ট স্থানে টাকা দিতে গেলে আগে থেকে সেখানে অপেক্ষায় পুলিশ।
পুনের পুলিশ সুপার সন্দীপ পাতিল জানান, টাকা না পেলে মন্ত্রীর কোনো একটি আপত্তিজনক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফোন করে দুষ্কৃতকারীরা। ওই ভিডিও মহাদেব জংকরের রাজনৈতিক ক্যারিয়ার পুরো শেষ করে দিতে পারে বলে তাদের দাবি।