ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




এক গানের ভিডিওতে অন্তরঙ্গ ৮ চুমু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ১৪৬ বার পড়া হয়েছে

বিনেদন প্রতিবেদক;
দীর্ঘদিন পর গানে ফিরলেন সংগীতশিল্পী পিয়াল হাসান। তার গানে মডেল হয়েছেন জনপ্রিয় দুই শিল্পী স্পর্শিয়া ও সুমিত।

গানের ভিডিওতে অন্তরঙ্গ দৃশ্যে জড়িয়েছেন স্পর্শিয়া ও সুমিত। এমনকি গানের শুটিংয়ে স্পর্শিয়াকে গুনে গুনে বিশটি চুমুও খেতে হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক সৈকত নাসির। তিনি জানান, অনেকগুলো এনজি শটের পর আটটি চুমু তিনি রাখতে পেরেছেন গানে। শুধু চুমুই নয়, এক উচ্ছ্বল দম্পতির রোমান্সের নানা দৃশ্যও ফুটে উঠেছে ভিডিওটিতে।

‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ শিরোনামের গানে এমন ভিডিও নিয়েই ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী পিয়াল হাসান।

গানটি লিখেছেন জামাল রেজা। এর টিউন ও মিউজিক করছেন শিশির। কোরিওগ্রাফীতে ছিলেন নিডো খান। ভিজুয়্যালাইজার টিমের এই ভিডিও নিমার্ণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন। গানটি নিয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুন সন্তুষ্ট।

তিনি বলেন, “অনেকদিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। আর মিউজিক ভিডিওটি নির্মাতা অনেক যত্ন দিয়ে তৈরী করেছেন। স্পর্শিয়া-সুমিতও অনেক চমৎকার অভিনয় করেছেন। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।”

এদিকে গান ও মিউজিক ভিডিওটির নির্মাণ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “অনেকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সাথে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও এর স্বাদ পাবে।”

৭ সেপ্টেম্বর রাজধানীর এক রেঁস্তোরায় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




এক গানের ভিডিওতে অন্তরঙ্গ ৮ চুমু

আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯

বিনেদন প্রতিবেদক;
দীর্ঘদিন পর গানে ফিরলেন সংগীতশিল্পী পিয়াল হাসান। তার গানে মডেল হয়েছেন জনপ্রিয় দুই শিল্পী স্পর্শিয়া ও সুমিত।

গানের ভিডিওতে অন্তরঙ্গ দৃশ্যে জড়িয়েছেন স্পর্শিয়া ও সুমিত। এমনকি গানের শুটিংয়ে স্পর্শিয়াকে গুনে গুনে বিশটি চুমুও খেতে হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক সৈকত নাসির। তিনি জানান, অনেকগুলো এনজি শটের পর আটটি চুমু তিনি রাখতে পেরেছেন গানে। শুধু চুমুই নয়, এক উচ্ছ্বল দম্পতির রোমান্সের নানা দৃশ্যও ফুটে উঠেছে ভিডিওটিতে।

‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ শিরোনামের গানে এমন ভিডিও নিয়েই ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী পিয়াল হাসান।

গানটি লিখেছেন জামাল রেজা। এর টিউন ও মিউজিক করছেন শিশির। কোরিওগ্রাফীতে ছিলেন নিডো খান। ভিজুয়্যালাইজার টিমের এই ভিডিও নিমার্ণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন। গানটি নিয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুন সন্তুষ্ট।

তিনি বলেন, “অনেকদিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। আর মিউজিক ভিডিওটি নির্মাতা অনেক যত্ন দিয়ে তৈরী করেছেন। স্পর্শিয়া-সুমিতও অনেক চমৎকার অভিনয় করেছেন। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।”

এদিকে গান ও মিউজিক ভিডিওটির নির্মাণ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “অনেকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সাথে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও এর স্বাদ পাবে।”

৭ সেপ্টেম্বর রাজধানীর এক রেঁস্তোরায় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।