চাঁদপুরে ন্যায্যমূল্যের চাল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০
- আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ ২৫৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি; ন্যায্যমূল্যের চাল বিতরণকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
শনিবার (২০ অক্টোবর) দুপুর ১টায় ১০নং লক্ষ্মীপুর মডেল ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে ন্যায্যমূল্যের চালের ডিলার শাহাজাহান বেপারী গত বৃহস্পতিবার ১০টাকা দরে চাল বিতরণ করেন। এ সময় ৪নং ওয়ার্ড মেম্বার নান্নু শেখ তার ভাই মোস্তফা শেখকে চারটি কার্ড দিয়ে চাল আনতে পাঠান। তবে ডিলার তিনটি কার্ডের বিপরীতে ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেয়ায় ঘটনার সূত্রপাত হয়।
এ ঘটনায় শনিবার ইউপি কার্যালয়ে চেয়ারম্যান সেলিম খাঁন দুই পক্ষকে নিয়ে সালিশে বসেন। এ সময় মেম্বার নান্নু শেখের পক্ষে মতিন মাঝি কথা বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডিলার শাহাজাহান বেপারীর ছেলে হোসাইন বেপারী ও তার লোকজন মতিন মাঝিকে লাঞ্ছিত করলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।
এ সময় ইউপি চেয়ারম্যান দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি পুলিশকে খবর দেন।
তবে পুলিশ আসার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বহরিয়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
পরে চাঁদপুর মডেল থানা, পুরান বাজার ফাঁড়ি ও ডিবি পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষের হামলায় পুরান বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল সোহেল, রেজাউলসহ প্রায় ২০-২৫ জন আহত হয়।
আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির জাগো নিউজকে জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই মডেল থানা ও ডিবি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থতি নিয়ন্ত্রণে আছে।