শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপনের রেজিস্ট্রেশন শুরু
- আপডেট সময় : ১১:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
আজ(১৯ মার্চ) মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ল্যাবে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। বিগত ২৫ বছরে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে মেধাবী শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জনের মাধ্যমে দেশে বিদেশে দক্ষতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। ২৫ বছর পূর্তি উৎসবের মাধ্যমে ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ও বর্তমানদের এক বিশাল মিলনমেলা তৈরী হবে যা বিভাগকে সমৃদ্ধ করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আব্দুল হামিদ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।