শাবিপ্রবিতে আন্ত:বিভাগ ক্রিকেটের পুরস্কার বিতরণ করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: কবির হোসেন
- আপডেট সময় : ১০:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
খেলাধুলা শরীর ও মনকে সুস্থ্য রাখে। খেলাধুলার প্রকৃত মনোভাব বজায় রেখে সকল দল প্রতিযোগিতা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে যারা জয়ী এবং অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: কবির হোসেন।
রোববার(১০ মার্চল অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লোকপ্রশাসন বিভাগ। এছাড়া প্রতিযোগিতায় ছাত্রদের ফাইনাল খেলায় গণিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৃবিজ্ঞান বিভাগ। রোববার কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী প্রমূখ।