শাবিপ্রবির সিরাজুন্নেসা হলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

- আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

“নারীদের উপর বিনিয়োগ করুন : দ্রুত উন্নতি আনুন” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহল।
শুক্রবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে সন্ধ্যায় হলটির নিচতলায় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
কেক কাটা শেষে প্রাধ্যক্ষ জোবেদা কনক খান ছাত্রীদের উদ্দেশ্যে নারীদের বিভিন্ন বিষয়াদি ও শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে যাবার গল্প তুলে ধরেন। এরপর হলের প্রায় ছয়শো ছাত্রীর মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হলটির সহকারী প্রভোস্ট ড. ফাহমিদা আক্তার, ড. তাসমিনা চৌধুরী, শাহনাজ শিমুল ও সানজিদা সুলতানা জেরিন প্রমূখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবসের শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। এসময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা ও ন্যায্য মজুরিসহ কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামেন। গ্রেপ্তার হন বহু নারী। পরবর্তী সময়ে আন্দোলন আরও দানা বেঁধে ওঠে। অবশেষে ১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এরপর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন।’