ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’!




সরকারকে চোর সাব্যস্ত করে আমীর খসরুর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ‘ভোট চুরি করতে’ দেশের বিভিন্ন জেলায় ডিসি, ইউএনও এবং পুলিশে বদলি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন সংস্থায় বদলি হচ্ছে। আর এই বদলি হচ্ছে ভোট চুরি করার জন্য। এই ইউএনও, ডিসি, পুলিশ তাদের দলীয় লোকজন। তাদের ব্যবহার করে আবার ভোট চুরি করতে হবে। ওই ভোট চুরি ভুলে যান। সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে।’

আমীর খসরু বলেন, ‘দরকার হলে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু ভোট চুরি করতে পারবেন না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করার কোনো সুযোগ নেই। পরিষ্কারভাবে বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে। যেখানে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে।’

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে বার্তা পরিষ্কার, শেখ হাসিনা বিদায় হও। আর যদি বিদায় না হয় তাহলে শান্তিপূর্ণ আন্দোলন এমন একটি পর্যায়ে যাবে তখন বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে বিএনপির একদফা দাবি আদায়ে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রাটি নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু হয়ে নিউমার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এর আগে চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন। পদযাত্রার কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা ও তার দল এবং ভোট চুরির সহযোগীগণের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। এমন কম্পন শুরু হয়েছে ,ভয়ভীতির কারণে তাদের কিছু মাস্তান-পুলিশ মিলে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। কিন্তু আমরা সহিংসতার দিকে যাইনি। আমাদের শান্তি-শৃঙ্খলাভাবে আন্দোলন করতে হবে। সহিংসতা যারা করে, তাদের সঙ্গে জনগণ নেই। আমাদের সঙ্গে জনগণ আছে। তারা আজকে শেখ হাসিনাকে বিদায়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের বিভিন্ন সরকার ও ব্যক্তি আমাদের সমর্থন দিচ্ছে।’

তিনি আরও বলেন, জনগণ আজকে রাস্তায় নেমে গেছে। জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সরকারকে চোর সাব্যস্ত করে আমীর খসরুর হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ‘ভোট চুরি করতে’ দেশের বিভিন্ন জেলায় ডিসি, ইউএনও এবং পুলিশে বদলি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন সংস্থায় বদলি হচ্ছে। আর এই বদলি হচ্ছে ভোট চুরি করার জন্য। এই ইউএনও, ডিসি, পুলিশ তাদের দলীয় লোকজন। তাদের ব্যবহার করে আবার ভোট চুরি করতে হবে। ওই ভোট চুরি ভুলে যান। সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে।’

আমীর খসরু বলেন, ‘দরকার হলে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু ভোট চুরি করতে পারবেন না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করার কোনো সুযোগ নেই। পরিষ্কারভাবে বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে। যেখানে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে।’

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে বার্তা পরিষ্কার, শেখ হাসিনা বিদায় হও। আর যদি বিদায় না হয় তাহলে শান্তিপূর্ণ আন্দোলন এমন একটি পর্যায়ে যাবে তখন বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে বিএনপির একদফা দাবি আদায়ে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রাটি নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু হয়ে নিউমার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এর আগে চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন। পদযাত্রার কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা ও তার দল এবং ভোট চুরির সহযোগীগণের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। এমন কম্পন শুরু হয়েছে ,ভয়ভীতির কারণে তাদের কিছু মাস্তান-পুলিশ মিলে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। কিন্তু আমরা সহিংসতার দিকে যাইনি। আমাদের শান্তি-শৃঙ্খলাভাবে আন্দোলন করতে হবে। সহিংসতা যারা করে, তাদের সঙ্গে জনগণ নেই। আমাদের সঙ্গে জনগণ আছে। তারা আজকে শেখ হাসিনাকে বিদায়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের বিভিন্ন সরকার ও ব্যক্তি আমাদের সমর্থন দিচ্ছে।’

তিনি আরও বলেন, জনগণ আজকে রাস্তায় নেমে গেছে। জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।