শাবির হলে থাকা ছাত্রীর সঙ্গে খাবার খেয়ে ঈদ কাটালেন প্রভোস্ট জোবেদা কনক

- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্ধ হয়নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তাই হলে ঈদ উদযাপন করছেন শিক্ষার্থীরা।
শনিবার(২২ এপ্রিল) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলে এক ছাত্রীর সঙ্গে দুপুর ঈদের খাবার খেয়ে ঈদ কাটিয়েছেন হলটির প্রভোস্ট জোবেদা কনক খান।
হলে ঈদ কাটানো জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তনুশ্রী ভৌমিক তিথি জানান, হল ঈদ কাটাচ্ছি। প্রভোস্ট ম্যাম দুপুরে খাবার নিয়ে এসেছেন। আমাকে নিয়ে একসঙ্গে খেয়েছেন। ভাল লেগেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আবাসিক হল খোলা রাখা হয়েছে। প্রায় ৮০ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে অবস্থান করছে। এখানেই তারা ঈদ উদযাপন করছেন। মোট ৫টি হলের মধ্যে ছেলেদের ৩টি হলের সবগুলোতেই রয়েছে বেশকিছু শিক্ষার্থী আর মেয়েদের ২টি হলের মধ্যে প্রতিটিতে একজন করে ছাত্রী রয়েছে। সবার জন্যই খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।