ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার

- আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরভিকিনকে অপসারণ করা হয়েছে। নিয়োগের তিন মাস পর তাকে অপসারণ করা হয়। সের্গেই সুরভিকিনকে স্থলাভিষিক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউক্রেন থেকে প্রত্যাহারের কয়েক মাস পর, রাশিয়ান বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং সেখানে আক্রমণ শুরু করছে। এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধ কমান্ডার পরিবর্তনের ঘোষণা দেন পুতিন।
ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ ছিলেন। সোভিয়েত পরবর্তী রাশিয়ায় তিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। সের্গেই সুরোভিকিন, যিনি বিভিন্ন যুদ্ধে তার বর্বরতার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন, এখন তার ডেপুটি হিসেবে কাজ করবেন।
গত বছরের অক্টোবরে পুতিন সুরোভিকিনকে ইউক্রেনের যুদ্ধ কমান্ডার হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে রুশ বাহিনী একের পর এক ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে থাকে। জ্বালানি অবকাঠামো ক্রমাগত ধ্বংসের কারণে ইউক্রেনের লক্ষ লক্ষ সাধারণ মানুষ তীব্র শীতে সমস্যায় পড়েছেন।
সুরোভিকিনের আমলে রাশিয়া খেরসন শহর থেকে তার সেনা প্রত্যাহার করে। ইউক্রেনীয়রা একে অন্যতম সাফল্য হিসেবে দেখছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের যুদ্ধের কমান্ডারের পদ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।