বিমান অবতরণ করিয়ে সাংবাদিক গ্রেপ্তার, তীব্র ক্ষোভ প্রকাশ
- আপডেট সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক; সাংবাদিককে গ্রেপ্তারের জন্য বেলারুশ সরকার উড়োজাহাজ অবতরণ করানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।
বিষয়টিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলেছেন রায়ানায়ার এয়ারলাইন্সের প্রধান। এই ঘটনাকে বিমান ছিনতাই আখ্যায়িত করে অবিলম্বে গ্রেপ্তার সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট।
গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল রায়ানায়ার এয়ারলাইন্সের ফ্লাইট এফআর ৪৯৭৮। কিন্তু, হঠাৎ করে গতিপথ ঘুরিয়ে উড়োজাহাজটিকে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ সরকার।
ফ্লাইট রাডার ২৪ এর ওয়েবসাইটে দেখা যায়, লিথুয়ানিয়া পৌঁছানোর আগেই উড়োজাহাজটি মিনস্কের দিকে ঘুরে যাচ্ছে। পরে এক বিবৃতিতে রায়ানায়ার জানায়, নিরাপত্তা হুমকির ব্যাপারে সতর্ক করে ফ্লাইটটিকে মিনস্ক বিমানবন্দরে অবতরণ করতে বলে বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল।
মিনস্ক বিমানবন্দরে তল্লাশিতে কিছু পাওয়া না গেলে পাঁচ ঘণ্টা পর উড়োজাহাজটিকে উড্ডয়নের জন্য ছেড়ে দেয়া হয়। পরে নেক্সটা মিডিয়া জানায়, গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে।
বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, প্রেসিডেন্ট অ্যালেক্সাজান্ডার লুকাশেঙ্কো নিজেই বিমান অবতরণের নির্দেশ দেন। সাংবাদিক রোমান প্রোটাসেভিচ লুকাশেঙ্কোর কঠোর সমালোচক। ২০১৯ সালে বেলারুশ ছেড়ে লিথুয়ানিয়ায় নির্বাসিত হন প্রোটাসেভিচ। পরে সেখান থেকেই বেলারুশের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সংবাদ সংগ্রহ করেন।
৬৬ বছর বয়সী আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, কঠোরভাবে বিরোধী মত দমন করেছেন তিনি। গত বছর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা পোক্ত করেন তিনি।