সংবাদ শিরোনাম :
শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিমান সূত্রে জানা যায়, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ উড়োজাহাজ সিলেট থেকে ঢাকায় আসছিল। কিন্তু শাহজালালে অবতরণের পূর্বে ল্যান্ডিং গিয়ারে পিছনের চাকা ফেটে যাওয়ায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। বিমানে ৬৩ যাত্রী ছিল, সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ল্যান্ডিং গিয়ারের পিছনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই জরুরি অবতরণ করা হয়েছে। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে, কারো কোন ক্ষতি হয়নি।