ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেই সমুদ্র সৈকতে চাকা ব্যায়াম করছেন বলি-নায়িকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২১৯ বার পড়া হয়েছে

মুম্বই: যেমন নাম, তাঁর তেমনি কর্ম ! হ্যাঁ, নায়িকা আদা শর্মার আদা দেখে নেটিজেনরা একেবারে উন্মাদ ! ফলোয়ারের সংখ্যা রোজ রোজ বেড়েই চলেছে ৷ এরকমই জাদু আদার আদব-কায়দায় !

অদা শর্মা বলিউডে পা রেখেছেন কয়েক বছর হল এসেছেন ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল কম্যান্ডো ২ ছবিতে ৷ তবে আদা বলিউডে আসার আগে চুটিয়ে অভিনয় করতেন দক্ষিণী ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আদা ৷ আর তাই তো ইনস্টাগ্রামে হট ছবিতে বরাবরই নজর কাড়েন আদা ৷

লকডাউনের মধ্যে তাঁর একাধিক ভিডিও তাক লাগিয়ে দিয়েছিল নেটিজেনদের । লকডাউনে সাধারণ থেকে সেলেব, সবাই নিজের কাজ নিজেই করেছেন ৷ রান্না করেছেন, ঘর মুছেছেন, কাপড় ধুয়েছেন, বাসনও মেজেছেন ৷ এরই মধ্যে সময় বার করে শরীরচর্চাও করেছেন । আর সব কাজের মধ্যেই একটু নতুনত্ব আনতে নতুন নতুন কায়দাও করছেন সেলেবরা । যেমন নায়িকা আদা শর্মা ৷ কাজে একটু এনার্জি আনতে একেবারে মার্শাল আর্টকেই নিয়ে দৈনিক কাজের সঙ্গে যুক্ত করেছিলেন তিনি ! হাঁটু পর্যন্ত কাপড় তুলে বালতিতে কাপড় কেচে আদা সেটা দড়িতে মেলে দেওয়ার সময়, কায়দা নিলেন মার্শাল আর্টের ! আদার এই কায়দা দেখে তো ফিদা হয়ে যান নেটিজেনরা ৷

তবে এবারটি যা করলেন, তাতে রীতিমতো আগুন জ্বলল সোশ্যাল মিডিয়ায় ৷ শাড়ি পরে তাঁর একের পর এক চাকা যোগাসন দেখে তো দর্শকদের তাক লেগে যাওয়ার জোগাড় । সমুদ্রের তীরে আদা একটি শিফনের শাড়িকে পরেছেন ধুতির কায়দায় । সঙ্গে স্লিভলেস ব্লাউজ । খুবই সাবলীলভাবে কাজটি করছেন তিনি । ব্যায়ামটি যে দারুণ রপ্ত করেছেন আদা, তা তাঁর ভিডিওটি দেখেই বোঝা যায় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেই সমুদ্র সৈকতে চাকা ব্যায়াম করছেন বলি-নায়িকা

আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১

মুম্বই: যেমন নাম, তাঁর তেমনি কর্ম ! হ্যাঁ, নায়িকা আদা শর্মার আদা দেখে নেটিজেনরা একেবারে উন্মাদ ! ফলোয়ারের সংখ্যা রোজ রোজ বেড়েই চলেছে ৷ এরকমই জাদু আদার আদব-কায়দায় !

অদা শর্মা বলিউডে পা রেখেছেন কয়েক বছর হল এসেছেন ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল কম্যান্ডো ২ ছবিতে ৷ তবে আদা বলিউডে আসার আগে চুটিয়ে অভিনয় করতেন দক্ষিণী ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আদা ৷ আর তাই তো ইনস্টাগ্রামে হট ছবিতে বরাবরই নজর কাড়েন আদা ৷

লকডাউনের মধ্যে তাঁর একাধিক ভিডিও তাক লাগিয়ে দিয়েছিল নেটিজেনদের । লকডাউনে সাধারণ থেকে সেলেব, সবাই নিজের কাজ নিজেই করেছেন ৷ রান্না করেছেন, ঘর মুছেছেন, কাপড় ধুয়েছেন, বাসনও মেজেছেন ৷ এরই মধ্যে সময় বার করে শরীরচর্চাও করেছেন । আর সব কাজের মধ্যেই একটু নতুনত্ব আনতে নতুন নতুন কায়দাও করছেন সেলেবরা । যেমন নায়িকা আদা শর্মা ৷ কাজে একটু এনার্জি আনতে একেবারে মার্শাল আর্টকেই নিয়ে দৈনিক কাজের সঙ্গে যুক্ত করেছিলেন তিনি ! হাঁটু পর্যন্ত কাপড় তুলে বালতিতে কাপড় কেচে আদা সেটা দড়িতে মেলে দেওয়ার সময়, কায়দা নিলেন মার্শাল আর্টের ! আদার এই কায়দা দেখে তো ফিদা হয়ে যান নেটিজেনরা ৷

তবে এবারটি যা করলেন, তাতে রীতিমতো আগুন জ্বলল সোশ্যাল মিডিয়ায় ৷ শাড়ি পরে তাঁর একের পর এক চাকা যোগাসন দেখে তো দর্শকদের তাক লেগে যাওয়ার জোগাড় । সমুদ্রের তীরে আদা একটি শিফনের শাড়িকে পরেছেন ধুতির কায়দায় । সঙ্গে স্লিভলেস ব্লাউজ । খুবই সাবলীলভাবে কাজটি করছেন তিনি । ব্যায়ামটি যে দারুণ রপ্ত করেছেন আদা, তা তাঁর ভিডিওটি দেখেই বোঝা যায় ।