কোনো কেমিক্যালের গোডাউন থাকবে না পুরান ঢাকায় : সাঈদ খোকন

- আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ ৭৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় কোনো কেমিক্যালের গোডাউন থাকবে না, না চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় মেয়র সাঈদ খোকন
পুরান ঢাকায় কোনো ধরনের দাহ্য পদার্থ ও কেমিক্যালের গোডাউন থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
গতকাল চকবাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা অনাকাঙ্খিত জানিয়ে মেয়র বলেন, ‘আবাসিক এলাকায় দাহ্য পদার্থ ও কেমিক্যালের গোডাউন উচ্ছেদ অভিযান চলছিল। তবে এরইমধ্যে এমন ট্রাজেডি দেখতে হলো।’আজ বৃহস্পতিবার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ‘এসব দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদের জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। পুরান ঢাকায় আর কোনো কেমিক্যালের গোডাউন থাকবে না, থাকবে না, না।’
গত সপ্তাহে এফবিসিসিআই এর মাধ্যমে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান তিনি।
মেয়র বলেন, ‘সেই সিদ্ধান্তের পর গত সোমবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয় এং আমরা উচ্ছেদ অভিযান শুরু করি। কিন্তু এরইমধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল এ অগ্নিকাণ্ডের ঘটনাটি।’