সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সরকার তখন ৩০০ টাকার সেই কিটটি ৩০০ ডলারে কিনবে : ড. তুহিন মালিক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ২১৭ বার পড়া হয়েছে
সকালের সংবাদ অনলাইনঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের স্বত্বটি বন্ধু কোন রাষ্ট্রকে দিয়ে কিনিয়ে নিতে হবে।
তারপর তারা কিটটি উৎপাদন করবে।
একমাত্র সরকারী সিন্ডিকেটই সেটা আমদানির একচ্ছত্র লাইসেন্স পাবে। এরপর তারা সেটা বাংলাদেশ সরকারের কাছে ৩০০ ডলারে বিক্রি করবে।
বাংলাদেশ সরকার তখন ৩০০ টাকার সেই কিটটি ৩০০ ডলারে কিনে নিবে।
‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’ কথাটি প্রত্যেকটি কিটের গায়ে লেখা থাকবে।
তখন বাংলাদেশের জনগণ গণস্বাস্থ্যের কিটও পাবে, আবার সরকারী সিন্ডিকেটের পেটও ভড়বে।
ততদিনে সরকারও অযথা ঝামেলা থেকে বেঁচে যাবে। কারন-
‘স্বল্প কিট, অল্প করোনা,
বাধ সাজছে জাফরুল্লাহ।’
লেখক
ড. তুহিন মালিক আইন বিশেষজ্ঞ