“মাহে-রমজান” _ লন্ডন প্রবাসী লেখক আলী রেজা খান
- আপডেট সময় : ১১:১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২১২ বার পড়া হয়েছে
বছর ঘুরে এলো হে মাহে-রমজান-
ত্রিশ রোজায় ত্রিশ ফরজ বিধি করেছে বিধান।
সারা জাহানে আছে যতো মুমিন- মুসলমান-
সিয়াম সাধনা আত্মশুদ্ধি সংযমের মাস রমজান।
লকডাউনে আছি সবাই নিজ গৃহে বসে-
রোজা রাখবো নামাজ পড়বো কোরআন পড়বো মধুর পরিবেশে।
পানাহার কুশ্রবন দর্শন ও পরসমালোনা থেকে বিরত-
দিনে রমজান রাত জেগে ইবাদতে মশগুল থাকবে অভিরত।
অনাহারী থাকাই মানে তো রমজান নয়-
হাত-পা জিহ্বা চোক্ষ কণ পঞ্চ ইন্দ্রিয়তে ও রোজা রাখতে হয়।
পবিত্র কুরআন নাজিল হয়েছে এই রমজান মাসে-
রহমাত মাগফিরাত ও নাজাত করেন প্রভূ সব শেষে-।
জান্নাতের মেশকাত আম্ভরের খুশবু নাকে আসবে জানি-
তারাবীহতে দাঁড়িয়ে শুনব পবিত্র কুরআনের ধ্বনি।
মুমিনগণ সৌরভ ছড়াবে ফুটে জান্নাতের ফুল-
বেহেশতের সাথী হবো নূরেনবী মোহাম্মদ প্রিয় রাসূল।
পাক্ কুরআনে বর্ণিত আছে রোজার পুরুস্কার আল্লাহ্ দিবেন নিজ হাতে-
নবীজীর দিদার পাব পরপারে এক সাথে।
–যবনিকা :– তাং-27/04/20